কী কী করলে বউ খুব খুশি হয়?

কী কী করলে বউ খুব খুশি হয়?

রান্না করার সময় মাঝে মাঝে রুটিন মাফিক হাগ দিবেন।

ঘুমানোর ঠিক আগে একে অন্যের চোখের দিকে তাকিয়ে কথা বলবেন।মানে চোখে চোখে রোমান্স করবেন।

সামর্থ্য থাকলে যত বেশি মার্কেটে নিয়ে যাবেন ততই খুশি হবে।

সব সময় প্রশংসা করবেন এই যেমন, "জানু! তোমারে না আজকে অনেক সুন্দর লাগছে!"

"ঊফ! এলোচুলে আজকে অন্যরকম লাগছে। কিপ কন্টিনিউ ডার্লিং। "

"কিরে জানু,আজকের খাবারটা কে রান্না করছে? আপনার বৌ রান্না করলে ও এমন একটা ভাব নিবেন যেন আপনি জানেন ই না। ঊফ!সেই।ট্রাস্ট মি জাস্ট ওয়াও!"

কবিতা প্রিয়সী হলে মাঝে মাঝে কবিতা কিংবা গান /গজল শোনাবেন চাদের আলোতে কিংবা ভোরের কুয়াশায় হেঁটে হেঁটে কিংবা কোথাও গিয়ে সুর্যাস্তের অসাধারণ সিনারিও উপভোগ করতে করতে।



যেমনঃ"তুমি আমার কতো যে আপন, সে কথা তুমি যদি জানতে এ এ এ এ "

বাইক থাকলে মাঝে মাঝে পেছনে বসিয়ে সন্ধার পর বাইকিং করবেন কিংবা সাজেকের মতো কোথাও কোন নিরিবিলি জায়গায় নিজেদের মতো করে হারিয়ে যাবেন।

সাইকেল থাকলে দুজন মিলে সাইক্লিং করবেন।

মাঝে মাঝে আপনার ওয়াফের পছন্দের ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি এপ্রেসিয়েট করবেন।যেমনঃ এই যে কালো কালো শাড়ী পরো।এটায় অনেক সুন্দর লাগে তোমাকে।

অনেক অনেক ওয়ে আছেরে ভাই।

কিন্তু একটা দুঃখের বিষয় হলো আমার হবু বৌ যদি আমার এই লেখা দেখে তাহলে ডেফিনেটলি এসব যে ওরে ইম্প্রেস করার কৌশল সেটা জেনে যাবে।মানে যখন ই যা বলবো তখন ই মনে মনে ধরেই নিবে,"জহির! ঢং বন্ধ করো" তোমার এসব টেকনিকে আমি কাবু হবো না।"

আমি তো রোমান্স করেই যাবো, করেই যাবে।

করতে করতে লেখা শেষ করলাম।

ধন্যবাদ।

Previous Post Next Post