মেয়েদের কাছে প্রেম নিবেদন করলে তারা

 মেয়েদের কাছে প্রেম নিবেদন করলে তারা প্রত্যাখান করে এবং বলে আমরা ভালো বন্ধু হতে পারি। তারা বন্ধু হতে চায় কেন?

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করে দিয়ে বন্ধু হতে চাওয়া এটা নিতান্তই একটা ভদ্রতাসূচক কথা। এখন যদি মেয়েটা আপনার মুখের উপর বলতো, ‘নিজের চেহারা দেখেছেন আয়নায়, কিংবা আমাকে প্রেমের প্রস্তাব দেয়ার জন্য কি যোগ্যতা আছে আপনার' তাহলে বিষয়টা খুবই বাজে দেখায়।



অনেক সময়ই আমরা ভদ্রতা করে বলি না যে, 'আজকে থেকে যান, আমার বাসায় আসবেন, দুপুরে খেয়ে যান' এই কথা গুলো বেশিরভাগই ভদ্রতা করে বলা হয়।

এক্ষেত্রেও সেরকমই। এটা হলো ভদ্র ভাবে না করা। যাতে করে যাকে না করছে তার খুব বেশি যেন খারাপ না লাগে।

কিংবা এটাও হতে পারে বন্ধু হিসেবে আপনাকে সে বুঝতে চাইছে আপনি মানুষ হিসেবে কেমন, আপনার সাথে তার ম্যাচ হবে কিনা। এরপর সে সম্পর্কটা নিয়ে দ্বিতীয় বার ভাবতেও পারে। তবে এমন হওয়ার সম্ভাবনা খুব কম।

Previous Post Next Post